

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমস্যা সমাধান করা এবং তাদের মূল সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত করা বিএনপির দায়িত্ব। ক্ষমতায় এলে এই জনগোষ্ঠীর সব ধরনের সমস্যার সমাধান করা হবে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন এলাকায় ওয়ানগালা উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং তাদের সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারে সহায়তা করা অপরিহার্য। তিনি উল্লেখ করেন, এই সম্প্রদায়ের বৈচিত্র্যময় সংস্কৃতি দেশের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন করা হবে। পাশাপাশি সরকারি উদ্যোগে ওয়ানগালা উদযাপনের বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    