শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডিজিটাল জটিলতায় বেলাবে টাইফয়েড টিকাদান ঝুঁকিতে

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ এএম
expand
ডিজিটাল জটিলতায় বেলাবে টাইফয়েড টিকাদান ঝুঁকিতে

নরসিংদীর বেলাব উপজেলায় জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরুর আগে দেখা দিয়েছে নানা প্রতিবন্ধকতা। স্বাস্থ্য অধিদপ্তরের কঠোর নিবন্ধন প্রক্রিয়া ও জাতীয় সার্ভারের ধীরগতির কারণে অভিভাবকরা সন্তানদের নিবন্ধন করতে হিমশিম খাচ্ছেন। এতে করে লক্ষ্যমাত্রায় টিকা কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছে।

আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ কর্মসূচিতে উপজেলার প্রায় ৬২ হাজার শিশু-কিশোরকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে প্রতিটি শিশুর জন্য ১৭ সংখ্যার জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক হওয়ায় বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। অনেক শিশুর সনদ এখনো তৈরি হয়নি, আবার যাদের আছে সেগুলো জাতীয় সার্ভারে না ওঠায় নিবন্ধন সম্পন্ন হচ্ছে না।

অভিভাবকদের অভিযোগ, বারবার ইউনিয়ন পরিষদ ও কম্পিউটার দোকান ঘুরেও তারা নিবন্ধন করতে পারছেন না। কেউ কেউ বলছেন, এত জটিল নিয়ম থাকলে সাধারণ মানুষ টিকা নেওয়া থেকে পিছিয়ে যাবে।

চরউজিলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক বলেন, “সার্ভার সমস্যার কারণে অনেকেই নিবন্ধন করতে পারছে না। এভাবে চললে অনেক শিশু টিকা পাবে না।” আমলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের মতে, “নিবন্ধন প্রক্রিয়া সহজ করলে ভোগান্তি কমবে।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা স্কুলে গিয়ে তথ্য সংগ্রহ ও নিবন্ধনে সহায়তা করছেন। কিন্তু সার্ভারের ধীরগতি এবং জন্মনিবন্ধনের ঘাটতিতে পুরো প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।

অভিভাবকরা বলছেন, টিকা কার্ড বা মা-বাবার ভোটার আইডির তথ্য ব্যবহার করে বিকল্প তালিকা করা হলে এই সমস্যার সমাধান হতে পারত।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান জানান, “প্রক্রিয়াটি সহজ না হলে অনেক শিশু বাদ পড়বে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়াবে।”

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানজিনা আফরিন বলেন, “টাইফয়েড টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এটি সহজলভ্য নয়। অধিদপ্তরের নিয়ম মেনেই কাজ করতে হবে। তবে মাঠ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন