

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদী সদর উপজেলার শিলমান্দী এলাকায় অবস্থিত এন আর স্পিনিং মিল–এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার রাত সাড়ে ৯টায় কারখানার তুলা রাখার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র।
আগুনের শিখা বাইরে ছড়িয়ে পড়তে দেখেই স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে দ্রুত মাধবদী ফায়ার সার্ভিসের দুটি এবং নরসিংদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।
পরে পলাশ থেকে আরও দুটি এবং মনোহরদী ও শিবপুর ফায়ার সার্ভিসের একটি করে ইউনিটসহ মোট আটটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়।
রোববার সকাল সোয়া নয়টার দিকে নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, “তুলার গুদামে আগুন লেগেছিল। এখনো সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। আমাদের সদস্যরা কাজ করছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।”
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখনো সুনির্দিষ্টভাবে ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তারা।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য করুন
