বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত 

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ এএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

যশোর শহরে ছুরিকাঘাতে তানভির (২২) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত তানভির শংকরপুর হাজারিগেট এলাকার মিন্টুর ছেলে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, রাত সোয়া ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তানভিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

সাড়ে ১২টার দিকে এক রিকশাচালক তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকায় থমথমে পরিবেশ দেখা যায়।

আনসার ক্যাম্প এলাকার মুদি ব্যবসায়ী মনিরুল ইসলাম রিপন জানান, রক্তাক্ত অবস্থায় দৌঁড়ে রাস্তায় এসে ঢলে পড়েন তানভির। কয়েকজন নারী তাকে রিকশায় তুলে হাসপাতালে পাঠান।

পরে পুলিশ হাসপাতালে গিয়ে তানভিরের প্যান্টের পকেট থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করে, যা নতুনভাবে এই হত্যাকাণ্ডকে আরও রহস্যময় করে তুলেছে।

হাসপাতাল সূত্র রাত ১টার দিকে জানায়, তানভিরের প্রতিবেশী এসে লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন এবং পরিচয় নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শংকরপুর বেলের মাঠ এলাকায় যৌথবাহিনীর অভিযানে পাঁচটি বোমা ও একটি চাকুসহ নাঈম ও সাজু নামে দুজনকে আটক করা হয়। সেই সময় তানভির ঘটনাস্থল থেকে পালিয়ে যান, আর আটক যুবকদের দাবি-উদ্ধার হওয়া বোমাগুলো তানভিরের। পালিয়ে তিনি বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে অবস্থান নেন এবং সেখানেই তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X