

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার খাদুন এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, খোলামেলা জায়গায় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন বা অন্য কোনো দাহ্য উৎস থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে।
গোডাউনের মালিকপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ঝুট পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেন, গোডাউনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    