

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েকজন।
নিহত হানিফ বাগেরহাটের খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে এবং খানপুর এলাকার ইতু ভিলার বাড়িতে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।
মেজো বোনের স্বামী ইব্রাহিম জানান, খানপুর এলাকার অভি নামের এক যুবকসহ কয়েকজন প্রথমে হানিফ ও তার বোনকে আটক করে। পরে হানিফকে খুঁজে পেয়ে তারা কিছুক্ষণ মুক্তি দেয়, কিন্তু কিছু সময়ের মধ্যে হানিফকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইব্রাহিম অভিযোগ করেন, অভিযুক্তরা ধর্ষণ বা ইভটিজিংয়ের অভিযোগ তুলে হানিফের পরিবার থেকে নিয়মিত টাকা দাবি করত। টাকা না দেয়ায় পরিকল্পিতভাবে তাকে মারধর করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    