

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজনৈতিক দ্বন্দ্ব, মাছের ঘের দখল এবং মহিলা দলের সমাবেশে লোকজন না নেওয়াকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার ৩ নং ওয়ার্ডের কেন্দয়া (মস্তাপুর) এলাকায় এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
ঘটনার পর রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং মাছ চাষের ঘের দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যুবদল নেতা কাউসার মিয়ার সমর্থকরা এবং প্রতিপক্ষ যুবদল নেতা বাদশা মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল।
এছাড়া শনিবার দুপুরে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা দলের সমাবেশে লোকজন না নেওয়াকে কেন্দ্র করে বাদশা মিয়াকে নিয়ে কাউসার মিয়ার সমর্থকরা ক্ষিপ্ত হন।
এর জের ধরে রাতের ঘটনা ঘটে, যেখানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।
এ সময় বাদশা, খোকন, তরিকুল, ডালিমসহ কয়েকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। এছাড়া দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ভোলাব তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এসআই ফরহাদুল ইসলাম বলেন, “রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র নির্দেশে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পুলিশের দায়িত্বে কোনো অবহেলা হয়নি।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
