শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে কাপড়ের দোকানে ভস্মীভূত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১২:১২ পিএম
রূপগঞ্জে কাপড়ের দোকানে আগুন
expand
রূপগঞ্জে কাপড়ের দোকানে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন বাজারে একটি কাপড়ের দোকানের অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুনে নিয়ন্ত্রনণ আনে।

আগুনে পুড়ে কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার কাঞ্চন বাজারে গোলজার বস্ত্র বিতানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, রাত ৯টায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে কাঞ্চন বাজারে গোলজার হোসেনের মালিকানাধীন গোলজার বস্ত্রবিতানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহুর্তে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষনে দোকানের ভিতরের থাকা কাপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের পুড়ে কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দোকান মালিক। তবে হতাহতে ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরো জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন