

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ এলাকায় ভোরে এক সড়ক দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে—রাকিব (৩৫)। অপরজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। দুইজনের মরদেহ কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।
হাইওয়ে পুলিশের শিমরাইল আউটপোস্টের ইনচার্জ ও ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ জুলহাস উদ্দিন জানান, ভোরের দিকে কাঁচপুর ব্রিজের উপর একটি ট্রাক বিকল হয়ে পড়ে।
সেটি সরাতে চালক আরেকটি ট্রাকের সাহায্য নেন। এই প্রক্রিয়ায় সেটি ঢাকামুখী লেনের সড়ক বিভাজকের সঙ্গে আটকে যায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ট্রাকগুলো আটকে যাওয়ায় চালকরা অন্য যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছিলেন।
পরে শিমরাইলের সাজেদা হাসপাতাল সংলগ্ন একটি চায়ের দোকানে যাওয়ার সময় চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় তারা দুজন মারা যান। ধারণা করা হচ্ছে, নিহত দুজনই ওই ট্রাকগুলোর চালক ছিলেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    