

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় লেংটার মাজার এলাকার কাছে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও একজন শিক্ষার্থী।
নিহতরা হলেন রাজধানীর ইব্রাহীমপুরের বাসিন্দা জসীম উদ্দিনের ছেলে দীপ এবং মাটিকাটা এলাকার সেকান্দারের ছেলে সুমন। দুজনই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আহত শিক্ষার্থীর নাম রাব্বি, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তিন বন্ধু—দীপ, সুমন ও রাব্বি—মোটরসাইকেল নিয়ে পূর্বাচলে ঘুরতে যান। দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা খেলে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলে আগুন ধরে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় দীপও মারা যান। আহত রাব্বিকে পরে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
