শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম
জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন নাজিম উদ্দীন নাবিল
expand
জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন নাজিম উদ্দীন নাবিল

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন নাজিম উদ্দীন নাবিল নামের এক জামায়াত নেতা।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন বলে জানা গেছে।

নাজিম উদ্দীন নাবিল এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার উত্তর চরম্বা ৩নং ওয়ার্ড ইউনিটের সহ-সাধারণ সম্পাদক এবং কক্সবাজার সমবায় সুপার মার্কেট শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

২৮ জানুয়ারি (বুধবার) রাত আনুমানিক ১০টায় লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন এবং ফুলের মালা পরিয়ে তাকে দলে স্বাগত জানান।

নিজের সিদ্ধান্তের বিষয়ে নাজিম উদ্দীন নাবিল বলেন, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর আমি এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছিলাম, যেখানে সততা, দেশপ্রেম ও আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির জাতীয়তাবাদী রাজনীতি আমাকে আকৃষ্ট করেছে। সেই বিশ্বাস থেকেই বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু বলেন, মানুষ এখন নিজেদের ভুল বুঝতে শুরু করেছে। দলে দলে মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ছায়াতলে বিএনপিতে যোগ দিচ্ছে।

নাজিম উদ্দীন নাবিলের যোগদান সেই ধারাবাহিকতারই অংশ। আশা করি আগামী দিনে আরও অনেকেই বিএনপির রাজনীতিতে যুক্ত হবেন।

উল্লেখ্য, নাজিম উদ্দীন নাবিলের বিএনপিতে যোগদানের মাধ্যমে লোহাগাড়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X