

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নওগাঁয় মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে সদর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোনায়েম হোসাইনকে দল থেকে বহিষ্কার করেছে জেলা জামায়াত।
একই সঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে তার দলীয় মনোনয়নও বাতিল করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে জেলা জামায়াতের এক জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর নৈতিক স্খলনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব।
এর আগে স্থানীয় একটি সংবাদমাধ্যমে মোনায়েম হোসাইনের বিরুদ্ধে এনায়েতপুর দাখিল মাদরাসার ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ প্রকাশিত হয়। অভিযোগ ওঠার পর জেলা জামায়াত তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব জানান, “তদন্ত কমিটি দ্রুত তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে মোনায়েম হোসাইনের নৈতিক স্খলনের প্রমাণ মেলায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে উপজেলা চেয়ারম্যান পদে তার মনোনয়নও বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, তদন্তে মাদরাসার শিক্ষকদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টিও উঠে এসেছে, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়। তবে এখন থেকে মোনায়েম হোসাইনের সঙ্গে জামায়াতের কোনো ধরনের সম্পর্ক নেই।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    