সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় বিএনপির মনোনীত প্রার্থীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
বিএনপির মনোনীত প্রার্থীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প 
expand
বিএনপির মনোনীত প্রার্থীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প 

বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপির ১৫৫ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত ভালুকা সদর ও মেদুয়ারী ইউনিয়নে এই চিকিৎসা সেবা প্রদান করেন।

দিনব্যাপী সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন-মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল্লাহ আল মুবাশ্বির পাঠান (তানিম) ও সহকারিসহ আরও অনেকেই।

মেডিক্যাল ক্যাম্পে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভালুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন পাঠান, ভালুকা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম ঢালী, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মন্ডল, বিএনপি নেতা মাহাবুব আলম পাঠান তারু, যুবদল নেতা শাহিমুজ্জামান পাঠান সমর, যুব নেতা মিজানুর রহমান লিটন, সাদিকুর রহমান, মোফাসসেল খান, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মফিজুল ইসলাম মন্ডল ও ইউপি সদস্য মানিক মন্ডলসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক ও বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু জানিয়েছেন, আমরা যখন রাস্তায় বের হই, তখন দেখা যায় অসুস্থ মানুষ চিকিৎসার জন্য সাহায্য চায়, আমরা যে অর্থ দেই, সেই অর্থ দিয়ে ডাক্তার পর্যন্ত পৌঁছাতে পারে না। এইজন্য আমরা ডাক্তার নিয়ে সরাসরি গ্রামে গিয়ে নিজেরা ওষুধ দিয়ে রোগীর সেবা করতেছি। এই সেবা কার্যক্রম চলমান থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন