রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক আব্দুল আউয়াল ঢালীর ৬তম মৃত্যুবার্ষিকী

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
সাংবাদিক আব্দুল আউয়াল ঢালী
expand
সাংবাদিক আব্দুল আউয়াল ঢালী

ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত সদস্য, চারবারের সাবেক সভাপতি, প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক আব্দুল আউয়াল ঢালীর ৬তম মৃত্যুবার্ষিকী আজ।

প্রয়াত ভালুকার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র সাংবাদিক আব্দুল আউয়াল ঢালীর মৃত্যুবার্ষিকীর দিনটিকে শ্রদ্ধায় স্মরণ করেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ।

২০১৯ সালের শুক্রবার (৮ নভেম্বর) বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক আব্দুল আউয়াল ঢালী। মৃত্যুকালে তিনি দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার ভালুকা উপজেলা স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

প্রয়াত সাংবাদিক আব্দুল আউয়াল ঢালী ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মরহুম ফয়েস উদ্দিন ঢালীর চতুর্থ ছেলে ছিলেন তিনি।

ভালুকার প্রয়াত সাংবাদিকের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ভালোবাসায় আত্মার মাগফেরাত ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভালুকা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক খান উজ্জল (সমকাল), সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন (এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ আসাদুজ্জামান ফজলু (দৈনিক নয়া দিগন্ত), সহ-সভাপতি আতাউর রহমান তরফদার (দৈনিক সংবাদ), এম এ সবুর (সকালের সময়), যুগ্ম সম্পাদক মো. মনিরুজ্জামান খান মনির (দৈনিক মানবজমিন), দপ্তর সম্পাদক তমাল কান্তি সরকার (দৈনিক জনতা), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরুল এহসান চন্দন (দৈনিক জনকন্ঠ), ক্রীড়া সম্পাদক মোবাশ্যারুল ইসলাম সবুজ, কার্যকরী সদস্য মুহাম্মদ রফিকুল ইসলাম রফিক (আনন্দ টিভি) মো. আলমগীর হোসেন (এনটিভি), মো. জহিরুল ইসলাম জুয়েল (দৈনিক যুগান্তর) মো. ফিরোজ খান (দৈনিক সময়ের আলো) ও মোখলেছুর রহমান মনির (দৈনিক কালের কণ্ঠ)।

এদিকে, আউয়াল ঢালীর মৃত্যুবার্ষিকীতে আত্মার মাগফেরাত কামনা করেন ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান মানিক (দৈনিক ইত্তেফাক) মো. কামরুল হাসান পাঠান কামাল (দৈনিক ইনকিলাব), এস এম শাহজাহান সেলিম (রুপালী বাংলাদেশ) সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্কাছ আলী (দৈনিক বাংলাদেশ বুলেটিন), সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আলী আকবর সাজু (দৈনিক আজকের পত্রিকা) সাবেক দপ্তর সম্পাদক আবুল বাশার শেখ (আমার সংবাদ), খলিলুর রহমান খলিল (দৈনিক প্রতিদিনের সংবাদ), শফিকুল ইসলাম সবুজ (দৈনিক মানবকণ্ঠ) রফিকুল ইসলাম হিরন, জাহিদুল ইসলাম খান, আওলাদ হোসেন রুবেল (এসএ টিভি), মো. আনোয়ার হোসেন তরফদার (এটিএন বাংলা ও দৈনিক স্বদেশ), প্রেস ক্লাবের সদস্য মো. শাহাব উদ্দিন, মো. কামরুল আরেফিন, হাবিবুর রহমান শান্ত (দৈনিক বাংলা) সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন