শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে পুলিশের হাতে তুললেন মা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ পিএম
সাইফুল্লাহ ফাহিম হাসান
expand
সাইফুল্লাহ ফাহিম হাসান

ময়মনসিংহের ফুলপুরে মাদকাসক্ত ছেলের দীর্ঘদিনের নির্যাতন আর সহ্য করতে না পেরে অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করলেন এক অসহায় মা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১০টার দিকে পৌরসভার গ্রিন রোড এলাকার একটি বাসায়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যবসায়ী আব্দুল্লাহর ছেলে সাইফুল্লাহ ফাহিম হাসান (২৩) কয়েক বছর ধরে মাদকাসক্ত হয়ে পরিবারের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে আসছিলেন। টাকা না দিলে মায়ের ওপর শারীরিক নির্যাতন, বোনকে মারধর এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন তিনি।

ওই দিনও মাদক সেবনের পর ফেরার পর একইভাবে মা ও বোনের ওপর চড়াও হন ফাহিম। একপর্যায়ে অসহায় মা সালমা বেগম স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানান।

অভিযোগের ভিত্তিতে রাতেই ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা এবং ফুলপুর থানার পুলিশ সদস্যরা। তারা ফাহিমকে মাদকাসক্ত অবস্থায় আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি জানান, “ফাহিমকে আইন অনুযায়ী সাজা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। নিয়মিত প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন