শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় মহাসড়কের জায়গা দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পিএম
অবৈধ দোকানপাট উচ্ছেদ
expand
অবৈধ দোকানপাট উচ্ছেদ

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সড়ক ও জনপদের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল এসব স্থাপনায় দোকান বসিয়ে ভাড়া আদায় করত। বড় দোকান থেকে নেওয়া হতো প্রায় এক লাখ টাকা জামানত ও মাসিক আট হাজার টাকা ভাড়া। অন্যদিকে ছোট দোকানের ক্ষেত্রে ১০ হাজার টাকা জামানত এবং দৈনিক ২০০ টাকা ভাড়া দিতে হতো।

উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয় সোমবার (২৫ আগস্ট) সকালে। উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।

অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ, ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির এবং সওজ ময়মনসিংহ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সওজের জায়গা দখলমুক্ত করতে এই ধরনের পদক্ষেপ নিয়মিতভাবে চলবে। এলাকাবাসী মনে করছেন, এই উদ্যোগের ফলে অবৈধ দখল কমবে এবং যানজটেরও অবসান হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন