

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের তারাকান্দায় হালিম উদ্দিন আকন্দ (৭০) নামের এক বৃদ্ধকে জোর করে চুল-দাড়ি কেটে দেওয়ার মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে মজলু মিয়া (৫০) নামে ওই আসামিকে আটক করা হয়। তিনি কাশিগঞ্জ বাজার এলাকার বাসিন্দা এবং মামলার সাত নম্বর আসামি।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বলেন, গ্রেফতার মজলু মিয়াকে বুধবার আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
জানা গেছে, হজরত শাহজালালের (রহ.) ভক্ত হালিম উদ্দিন আকন্দ প্রায় ৩৪ বছর ধরে চুল কাটেননি। এর ফলে তার মাথায় জটা তৈরি হয়। সম্প্রতি কাশিগঞ্জ বাজারে ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামের একটি সংগঠনের কয়েকজন সদস্য তাকে জোর করে ধরে ট্রিমার দিয়ে মাথার জটা, দাড়ি ও চুল কেটে দেন। এ সময় তিনি শারীরিক নির্যাতন ও বলপ্রয়োগের শিকার হন।
হঠাৎ ওই ব্যক্তিরা জোর করে চুল কেটে দেওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত হন এবং শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি লজ্জায় ঘর থেকেও তেমন বের হন না। এ ঘটনায় গত শনিবার বিকেলে তারাকান্দা থানায় একটি মামলা করেন হালিম উদ্দিনের ছেলে মো. শহিদ মিয়া আকন্দ। মামলায় সাতজনের নাম উল্লেখের পাশাপাশি মোট ১২ জনকে আসামি করা হয়।
এদিকে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) ঘটনাটিকে ‘মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    