শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে শিক্ষার্থীকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার ৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০১:৫১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে অষ্টম শ্রেণির এক অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে অপহরণ করে জোরপূর্বক বিয়ের চেষ্টা করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

গ্রেফতারকৃতরা হলেন— শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বেপারীকান্দি গ্রামের মো. উজ্জল হাসান (২২), টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও গ্রামের আতাউল হক ঢালীর ছেলে মো. সিয়াম ঢালী (২০) এবং একই উপজেলার হাসাইল গ্রামের আবুল দেওয়ানের ছেলে মো. ইসমাঈল হোসেন দেওয়ান (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী (বয়স ১৪) উপজেলার মালিগাঁও গ্রামের বাসিন্দা।

বুধবার সকালে ওই তিন যুবক কিশোরীটিকে ফুসলিয়ে অপহরণ করে মুন্সিগঞ্জ সদর এলাকায় নিয়ে জোরপূর্বক বিয়ের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বুধবার (২৯ অক্টোবর) মুন্সিগঞ্জ সদর উপজেলা থেকে তাদের গ্রেফতার করে।

পরে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

ওসি সাইফুল আলম বলেন, “অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ফুসলিয়ে অপহরণ করে জোরপূর্বক বিয়ের চেষ্টা করার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন