শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০১:৪০ পিএম
expand
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী নারী জানান, আমি জুলাই আন্দোলনের একজন কর্মী। এ ঘটনার ন্যায্য বিচার চাই। এখনো দলের কিছু নেতা আমাকে ফোনে ভয় দেখাচ্ছে।

এর আগে, গত ২৬ অক্টোবর চাঁদপুর আদালতে ওই নারী এনসিপি ফরিদগঞ্জ উপজেলা যুগ্ম সমন্বয়ক আল আমিন সৈকত-এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (মামলা নং ৩৪৭/২০২৫) অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ওই নারী ও আল আমিন সৈকতের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক গভীর হওয়ার পর সৈকত তাকে বিয়ের আশ্বাস দেন এবং একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। পরে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এতে ক্ষুব্ধ হয়ে নারীটি সৈকতের বাড়িতে অনশন করেন, কিন্তু সমাধান না পেয়ে আদালতের শরণাপন্ন হন। পরবর্তীতে বুধবার সন্ধ্যায় পুলিশ তাকে শ্রীকালিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। বাদী নারী চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা।

ওই নারী বলেন, বিয়ের কথা বলে একাধিকবার আমার সঙ্গে সম্পর্ক করেন সৈকত। কিন্তু পরে বিয়ে করতে রাজি হননি। আমি এখন ন্যায়বিচার চাই। তাদের দলের লোকজন আমাকে ভয় দেখাচ্ছে।”

চাঁদপুর জেলা এনসিপির সমন্বয়ক মাহবুব আলম বলেন, আমরা মেয়েটিকে চ্যালেঞ্জ করেছিলাম—যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে সৈকতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সে প্রমাণ দিতে রাজি হয়নি। তখনই আমরা বুঝেছি তার উদ্দেশ্য রাজনৈতিক।

তিনি আরও দাবি করেন, ওই নারী আগে থেকেই বিবাহিত ছিলেন, যা সৈকতের কাছে গোপন করেছিলেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এনসিপির ভাবমূর্তি নষ্ট করতেই তিনি মামলা করেছেন। তবে কোনো ব্যক্তির কাজের দায় দল নেবে না।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, নারী ও শিশু মামলা ৩৪৭/২০২৫-এর পরিপ্রেক্ষিতে এনসিপি নেতা আল আমিন সৈকতকে তার নিজ এলাকা গুপ্টি ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন