রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে আসছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পিএম
পাকিস্তানের তথ্যমন্ত্রী সাইয়েদ মাজহার সাঈদ শাহ
expand
পাকিস্তানের তথ্যমন্ত্রী সাইয়েদ মাজহার সাঈদ শাহ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী সাইয়েদ মাজহার সাঈদ শাহ।

উপজেলার আব্দুল্লাহপুর এলাকার কাছিমিয়া বাইতুল উলূম মাদরাসায় হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলে তিনি প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, আগামী বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী ও প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ সাইয়েদ মাজহার সাঈদ শাহকে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, তিনি পাক–ভারত উপমহাদেশের খ্যাতিমান হাদিস বিশারদ খাতিমাতুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী (রহ.)–এর সুযোগ্য পৌত্র এবং একজন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব। মাহফিলে দেশ-বিদেশের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

অনুষ্ঠানকে কেন্দ্র করে মাদরাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকেরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X