

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর সহযোগী সংগঠনগুলো।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজদিখান উপজেলার মোর এলাকায় মানববন্ধন শুরু হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনে এনসিপির মনোনীত প্রার্থী এবং সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ। তিনি বলেন, প্রশাসনের অনুরোধে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি সম্মান জানিয়ে আজ তার গ্রামের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা হলে বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ি ঘেরাও করা হবে।
এ সময় আরও বক্তব্য দেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মারুফ হাসান মন্টী, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. ইমরান হোসেন বাদল, কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাহিত্যবিষয়ক সদস্য ও সাবেক জেলা মুখপাত্র বিএম রাব্বি, যুগ্ম আহ্বায়ক রাতুল হাসান শান্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল শেখ এবং জেলা গণধিকার পরিষদের সদস্যসচিব রাসেল হাসান।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দাবি আদায় না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে বলে হুঁশিয়ারি দেন তারা।
মন্তব্য করুন
