মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরের গাংনী-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে মশাল মিছিল 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
গাংনী-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে মশাল মিছিল 
expand
গাংনী-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে মশাল মিছিল 

মেহেরপুরের গাংনী-২ আসনে মনোনয়ন পুণর্বিবেচনার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কর্মী সমর্থকরা। গাংনী ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে দলের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এই মনোনয়ন বাতিলের দাবীতে আজ মঙ্গলবার সন্ধা ৭ টার সময় গাংনী উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। গাংনীর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু,সাধারন সম্পাদক আব্দুল আওয়াল। পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা,সাধারণ সম্পাদক সাইদুর রহমান। মশাল মিছিলে মনোনয়ন পরিবর্তনের দাবীতে বিভিন্ন শ্লোগান দেন অংশগ্রহণকারীরা।

বক্তারা বলেন, জাভেদ মাসুদ মিল্টন দীর্ঘ ১৭ বছর নির্যাতন,নিপিড়ন সহ্য করে নেতাকর্মীদের সাথে নিয়ে গাংনীতে অবস্থান করেও মনোনয়ন বঞ্চিত হচ্ছেন। এটা গাংনীর মানুষ মানতে পারবেনা। যতদিন জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দেয়া হবে ততদিন আমরা রাস্তায় থাকবো,কর্মসুচীতে থাকবো। এরপর আরও বড় কর্মসুচীর ডাকদেন নেতাকর্মীরা।

মনোনয়ন বিবেচনা ও বাতিলের দাবিতে এর আগেও গাংনীতে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও রণক্ষেত্র পরিণত হয়। এতে ১০ জন বিএনপি'র কর্মী সমর্থক আহত সহ বিএনপি অফিস ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন