মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘কয়েক শ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হোন’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
শরিফ ওসমান হাদী।
expand
শরিফ ওসমান হাদী।

আওয়ামী লীগের কর্মীদের মোকাবেলায় কয়েক শ কোটি বাঁশের লাঠি প্রস্তুতের আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।

রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে শরিফ ওসমান হাদী লেখেন, নিষিদ্ধ কর্মকাণ্ড চালানো আওয়ামী কর্মীদের প্রতিহত করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং আত্মরক্ষার উপায় হিসেবে বাঁশের লাঠি তৈরি রাখতে হবে।

শরিফ ওসমান হাদী তার পোস্টে বলেন, ‘১৩ তারিখ আমরা ফজর পড়ব শাহবাগে। এক হাতে থাকবে লিফলেট, অন্য হাতে বাঁশের লাঠি।

সারা দিন রাজপথে ভোটারযোগ করব আর খুনি লীগের গুণ্ডাগুলারে খুঁজব।’

তিনি বলেন, ‘দিল্লির জঙ্গিগুলোকে কোথাও এক মিনিটের জন্য পাওয়ামাত্রই ওদের পাওনা বুঝিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আমাদের সঙ্গে থাকবেন শহীদ পরিবার ও আহত ভাই-বোনেরা।’

তিনি আরো বলেন, ‘দেশ ধ্বংসের জন্য কয়েক শ কোটি টাকা বাজেট করেছে ফেরাউসিনা।

আপনারাও কয়েক শ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হোন। আজাদির এই জমিনকে আমরা আর জাহান্নাম হইতে দেব না। ইনশাআল্লাহ।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন