

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ চলাকালে সড়কে আগুন দিতে গিয়ে দগ্ধ হয়েছেন এক ছাত্রদল নেতা।
পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর চৌদ্দপাই এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে।
দগ্ধ ছাত্রদল নেতা শহিদুল ইসলাম রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
দলীয় সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলনকে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মনোনয়ন দেওয়ার পর মনোনয়নবঞ্চিত সাবেক মন্ত্রী প্রয়াত কবির হোসেনের ছেলে নাসির হোসেনের সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভে নামে।
এ সময় টায়ারে আগুন জ্বালানোর একপর্যায়ে শহিদুল ইসলামের পোশাকে আগুন ধরে যায়।
সহকর্মীরা দ্রুত এগিয়ে এসে তার শরীরের আগুন নিভিয়ে ফেলেন। এরপর প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।
দলীয় একাধিক নেতাকর্মী জানান, শহিদুল ইসলামের পোশাকে আগুন লাগলেও বড় ধরনের কোনো শারীরিক ক্ষতি হয়নি। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেছেন।
বিক্ষোভে অংশ নেওয়া যুবদল কর্মী সাইদুর রহমান বলেন, “দলীয় মনোনয়নে নাসির হোসেনকে উপেক্ষা করা হয়েছে বলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভ চলাকালে দুর্ঘটনাবশত শহিদুল ভাইয়ের পোশাকে আগুন লাগে।”
মনোনয়নবঞ্চিত নাসির হোসেন বলেন, “আমার সমর্থকরা শান্তিপূর্ণভাবে ক্ষোভ প্রকাশ করতে চেয়েছিল। দুঃখজনকভাবে এক সহকর্মী দগ্ধ হয়েছেন, তবে তিনি এখন সুস্থ আছেন।”
এর আগের দিন (রবিবার) সন্ধ্যায় নাসির হোসেনের সমর্থকরা নগরীর আলোকায়ন মোড়ে মশাল মিছিল করে প্রার্থী পরিবর্তনের দাবি জানান।
মন্তব্য করুন
