

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংস্কার ও পরিবর্তনের বিরোধীদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক জোটে যাবে না এনসিপি।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বি বি রোডের সমবায় কমপ্লেক্স ভবনের নবম তলায় জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “যারা সংস্কারের পক্ষে, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে এবং বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে আমরা কাজ করতে পারি। কিন্তু যারা পরিবর্তনের পথে বাধা দিয়েছে এবং জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, তাদের সঙ্গে কোনো জোট বা নির্বাচনী সমঝোতা সম্ভব নয়।”
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “দলটি এখনো বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। টকশো বা মিডিয়ায় ভাড়াটে সুবিধাভোগীরা তাদের পক্ষে কথা বললেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহে স্পষ্ট হয়েছে—আওয়ামী লীগকে নতুন করে বৈধতা দেওয়া সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “যারা অতীতে আগুন সন্ত্রাস করেছে, তারাই এখন আবার নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত না করলে আসন্ন জাতীয় নির্বাচন কোনোভাবেই সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে না।”
এনসিপি নেতা জানান, সংস্কার, অংশগ্রহণমূলক নির্বাচন ও জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে দলটি সারাদেশে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অতীতের মতো প্রশাসননির্ভর ভোটের মাধ্যমে যেন ফ্যাসিবাদী শক্তি ফের ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে দলটি সতর্ক রয়েছে।
চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই সারা দেশে দলীয় প্রার্থী ঘোষণার পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু এবং জেলা ও মহানগর কমিটির নেতারা।
এর আগে গতকাল তিনি চাঁদপুরে বলেছেন, চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনে যাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। তিনি বলেন, যারা পাড়া-মহল্লায় চাঁদাবাজিতে জড়িত, তাদের সঙ্গে কোনো অবস্থাতেই জোট করে নির্বাচন করা যাবে না।
মন্তব্য করুন