

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা চাইলে অনেক আগেই ক্ষমতা নিতে পারতেন।
আমাদের নেতা তারেক রহমান যদি চাইতেন ৫ আগস্টই ক্ষমতা নিতে পারতেন।
কিন্তু তারেক রহমান যেনতেনভাবে ক্ষমতা নিতে চান না।
তিনি জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতা নিতে চান। জনগণও বিএনপির পক্ষে আছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর এলাকায় বল্লামুখা বেড়িবাঁধের পাশে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে উল্লেখ করে আব্দুস সালাম বলেন, তারা কয়েকজন মিলে, আর কয়েকজন রাজনৈতিক দলের নেতা মিলে ঠিক করে দেবে দেশ কীভাবে চলবে?
এ ক্ষমতা আপনাদের কে দিয়েছে? এই অধিকার আপনাদের কে দিয়েছে?
আপনারা জনগণের কাছে যেতে ভয় পান। আমরা তো জানি না জনগণ কি বিএনপিকে রায় দেবে, নাকি অন্য কাউকে দেবে। কিন্তু আমরা বিশ্বাস করি বিএনপি যেহেতু সব সময় জনগণের পাশে রয়েছে, তাই জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে।
এটিই হলো তাদের ভয়। তারা বলে আমরা ঠিক করেছি, এটিই আইন। কিন্তু কে দিয়েছে এই অধিকার? কেউ যদি আদালতে গিয়ে চ্যালেঞ্জ করে তাহলে এই সমস্ত আইন-ফাইন কিছুই টিকবে না।
তখন দেশটি কোথায় যাবে? একদিকে অর্থনীতি, আরেকদিকে ষড়যন্ত্রের কথা চিন্তা করে আমরা বলেছি একই দিনে গণভোট আর নির্বাচন হোক। এ দাবি আমরা আবারও ব্যক্ত করছি। এটি দেশ ও দেশের মানুষের স্বার্থে।
সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি প্রমুখ।
মন্তব্য করুন
