মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পৌরকর পরিশোধ না করায় আসাদ মার্কেটে তালা  

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
আসাদ নামে একটি মার্কেটে তালা ঝুলিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: এনপিবি
expand
আসাদ নামে একটি মার্কেটে তালা ঝুলিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: এনপিবি

ময়মনসিংহের ভালুকায় বারবার নোটিশ করার পরও পৌরকর পরিশোধ না করায় আসাদ নামে একটি মার্কেটে তালা ঝুলিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ নভেম্বর) আসাদ মার্কেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে ভালুকা মডেল থানার পুলিশ সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান চালান।

পৌর কার্যালয় সূত্রে জানা যায়, ভালুকা বাজার সড়কে অবস্থিত আসাদ মার্কেটটি। মার্কেটের মালিক দীর্ঘ ১৮ বছর ধরে তার মার্কেটের পৌরকর পরিশোধ করছিলেন না। পৌরসভা থেকে বারবার নোটিশ দেওয়ার পরও মার্কেট মালিক তা আমলে নেননি। বকেয়ার পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন জানিয়েছেন, যারা পৌরকর বকেয়া পরিশোধ করেননি, তাদের দ্রুত তা পরিশোধ করেন এবং এ অভিযান চলমান থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন