

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিলের পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুই দিনের কর্মসূচির ঘোষণা দেন জুলাই ঐক্যের মুখ্য সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
তিনি বলেন, ‘খুনি হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বিক্ষোভ মিছিল করবে জুলাই ঐক্য।’
জুলাই সনদ নিয়ে কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই জানিয়ে জুলাই ঐক্যের নেতারা জানান, আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। ৭২ এর সংবিধানের আলোকে নির্বাচন কোনোভাবেই ছাত্র-জনতা মেনে নেবে না। জুলাই সনদকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা জনগণ পূরণ হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
এছাড়া সরকারকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে আসার পাশাপাশি ভারতকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান জুলাই ঐক্যের নেতারা।
মন্তব্য করুন