

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, জামায়াতে ইসলামি বলছে আগে পিআর দিতে হবে না হলে ভোট হবে না। ভাই আপনারা নির্বাচন এত ভয় পাচ্ছেন কেন? কারণ আপনারা জানেন ভোট হলে আপনাদের অস্তিত্ব থাকবে না। এইজন্যে আপনারা নির্বাচনকে এত ভয় পান।
তিনি আরোও বলেন, আপনি ভোট দিবেন এখানে ঢাকায় ঠিক হবে এমপি কে হবে। এমন ভোট করতে জনগণ রাজি নয়। এবং পিআর পদ্ধতির মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হওয়ারও সুযোগ নেই। আমরা এই ব্যবস্থার সাথেও পরিচিত না। তাই পরবর্তীতে পার্লামেন্ট তৈরি করে সেখানে আলোচনা করে জনগণকে শিক্ষিত করে তার পর দেখা যাবে পিআর দরকার কিনা।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব এনসিপি কে উদ্দেশ্য করে বলেন, আমাদের বাচ্চারা একটা ভালো কাজ করেছে ৫ আগস্টে আমাদের মুক্ত করেছে। কিন্তু তারাও একটা দল করেছে 'এনসিপি'। কিন্তু পুরো এলাকাতে তাদের একটাও ভোট নেই, নেতাকর্মীও নেই। তাহলে ভোট করবে কিভাবে? ওরা তো ভোটই পাবে না। ওই জন্য ওরা জামায়াতের সঙ্গে সুর মিলিয়ে বলছে, পিআর আগে দিতে হবে, জুলাই সনদ আগে করতে হবে। এগুলো হচ্ছে জনগণকে শুধু বিভ্রান্ত করা, ভোট পেছানো এবং আগের ব্যবস্থায় ফিরে যাওয়া।
মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই যে আমরা যেগুলোতে একমত হয়েছি বিএনপি শুধু সেগুলোর পক্ষেই থাকবে। আর অন্য কোন কিছুর দায় বিএনপি নেবে না। এই দায় সরকারকেই নিতে হবে।
মন্তব্য করুন