শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাতীবান্ধা-পাটগ্রামের ৬৯ মেধাবী শিক্ষার্থী পেলো ‘শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি’

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:২০ পিএম
expand
হাতীবান্ধা-পাটগ্রামের ৬৯ মেধাবী শিক্ষার্থী পেলো ‘শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি’

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ৬৯ জন মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে ‘শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি ২০২৫’ (অনার্স-মাস্টার্স সমমান) এর সংবর্ধনা ও অনুদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে হাতীবান্ধা উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্ক প্রবাসী, আন্তর্জাতিক তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী, সমাজসেবক ও স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী (লালমনিরহাট-১ হাতীবান্ধা–পাটগ্রাম) এবং শিহাব আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিহাব আহমেদ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিহাব আহমেদ বলেন, “আমার স্বপ্ন-আমার দুই উপজেলার অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। আমি জীবনে অনেক কষ্টের মধ্য দিয়ে এই অবস্থানে এসেছি। তাই সেই অভিজ্ঞতা থেকেই চেষ্টা করছি, যেন আমার এলাকার কোনো শিক্ষার্থী অর্থের অভাবে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়।

তিনি আরও বলেন, “গত বছর থেকে ‘শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি’ কার্যক্রম চালু করা হয়েছে, যা এখনো চলমান রয়েছে। ইতোমধ্যে এই বৃত্তি পেয়ে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। ভবিষ্যতেও এই শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে, যাতে মেধাবী শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণের সুযোগ পায়।”

শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থী সবুজ হোসেন (সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী) বলেন, “শিহাব আহমেদ স্যার আমাদের শুধু সহযোগিতাই করেননি, তিনি আমাদের পড়াশোনার প্রতি আত্মবিশ্বাসী হতে শিখিয়েছেন।এই শিক্ষাবৃত্তি যদি আগামীতে অব্যাহত থাকে এ প্রত্যাশা করি আমি।

আরেক শিক্ষার্থী মাহবুবা আক্তার বলেন, “শিহাব আহমেদ শুধু অর্থ দেননি, তিনি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন। একদিন আমিও চাই সমাজের জন্য কিছু করতে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিলন চন্দ্র সরকার, শিক্ষক আফসার আলী (অব.), স্থানীয় ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, “শিহাব আহমেদের এ উদ্যোগ তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষার পথে উদ্বুদ্ধ করবে এবং এলাকার শিক্ষা অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠান শেষে ৬৯ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে শিক্ষাবৃত্তির সনদ ও অনুদানের তুলে দেন প্রধান অতিথি শিহাব আহমেদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন