শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৫৬ অভিযানে শেষ হলো রায়পুরের মা ইলিশ সংরক্ষণ অভিযান

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৩:১৪ পিএম
রায়পুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫
expand
রায়পুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫

২৫ অক্টোবর রাত ১২টা বাজতেই শেষ হয়েছে সরকার ঘোষিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী এই বিশেষ অভিযানে সারাদেশের মতো লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাতেও ছিল প্রশাসনের টানা তৎপরতা।

এই সময়ে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। আইন অমান্যকারীদের জন্য ছিল সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান।

অভিযানকালীন সময়ে রায়পুর উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য অফিস, কোস্টগার্ড, রায়পুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে মোট ৫৬টি অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে ৮ লাখ ৬৮ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল (বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা) ও ১ হাজার ২১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

অভিযানে ১১ জন জেলেকে আটক করে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা মৎস্য অফিস।

রায়পুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান বলেন, মা ইলিশ রক্ষায় দিন-রাত অভিযান পরিচালনা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জনগণের সহযোগিতায় এ অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, ইলিশ রক্ষা শুধু সরকারের কাজ নয়- এটা আমাদের সবার দায়িত্ব। আমরা সবাই সচেতন থাকলে ভবিষ্যতে ইলিশের প্রাচুর্য আরও বাড়বে।

অভিযানের সফলতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল। তারা মনে করছেন, এবারের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান ভবিষ্যতে ইলিশ উৎপাদন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পুরো সময়জুড়ে দিন-রাত অভিযান পরিচালনা করেছি। আমাদের সঙ্গে ছিল উপজেলা মৎস্য অফিস, কোস্টগার্ড, সেনাবাহিনী ও থানা পুলিশ।

অভিযানকালে নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে, জরিমানাও করা হয়েছে একাধিক জেলেকে।এই টানা অভিযানের ফলে নদীতে মা ইলিশ শিকার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আমরা আশা করি, এর সুফল আগামী মৌসুমে আরও বেশি ইলিশ উৎপাদনের মাধ্যমে পাওয়া যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন