শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি আপনাদের পাশে আছে-থাকবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৪১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বিএনপির যুগ্ম মহা সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন,‘মাদক মুক্ত একটি সমাজ গঠন করা আমাদের নতুন অঙ্গীকার নতুন চ্যালেঞ্জ।

বিগত ১৭ বছরে মাদকের যে এজেন্ট ছিল এখনো সে এজেন্টগুলো উঠে যায়নি, কেউ না কেউ দূর থেকে চালাইতেছে, কিছু প্রভাবশালী ব্যক্তি এই অপকর্মগুলো করতেছে, সমাজের জন্য এটি একটি ব্যাধি।’

শনিবার বিকেলে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন।

এ চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে একটা সরকারে নির্বাচিত প্রতিনিধি ও সামাজিক আন্দোলন গড়ে তোলা লাগবে।

সমাজ, পরিবার ও নিজের গ্রামের জন্য সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিবেন আপনারা। যার কারণরে মা বোন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা এখানে একত্রিত করেছি। আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদেরকে সতর্ক হইতে হবে, আমাদেরকে প্রতিবাদী হইতে হবে, বিএনপি আপনাদের পাশে আছে বিএনপি আপনাদের পাশে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন