শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি পালানোর সময় রায়পুরের হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৩:০৫ পিএম
আটককৃত জোবায়ের হোসেন (২৩)
expand
আটককৃত জোবায়ের হোসেন (২৩)

লক্ষ্মীপুরের রায়পুরে দিনমজুর জাহাঙ্গীর হোসেন হত্যা মামলার প্রধান আসামি ও কিশোর গ্যাংয়ের প্রধান জোবায়ের হোসেনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে রায়পুর থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতার জোবায়ের হোসেন রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের আবদুর রহিমের ছেলে। সে সৌদি আরবে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।

এই মামলায় এখন পর্যন্ত তিনজন আসামি কারাগারে রয়েছেন, চারজন উচ্চ আদালত থেকে জামিনে এবং দুইজন এখনো পলাতক রয়েছে।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জামাল হোসেন জানান, গত ৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় উদমারা গ্রামের এলাহি বক্স পাটোয়ারী বাড়ির সামনে শিশুদের মধ্যে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।

এ সময় কিশোর গ্যাং প্রধান জোবায়েরের নেতৃত্বে একদল সন্ত্রাসী নিহত জাহাঙ্গীরের বসতঘরে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে জাহাঙ্গীরসহ তার পরিবারের চারজন গুরুতর জখম হন। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে জোবায়েরসহ নয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে আদালতে মামলা করেন।

ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবিতে গত ১২ এপ্রিল ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

বক্তারা বলেন, খুনি জোবায়েরের নেতৃত্বে অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছিল স্থানীয়রা। তারা বাড়িঘরে হামলা, ভাঙচুর ও কুপিয়ে আহত করার মতো ঘটনা ঘটিয়ে আসছিল। এ সময় অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন