শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরে সড়ক খননে পাইপলাইন ভাঙা, পানিবিহীন হাজারো পরিবার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:০৪ পিএম
expand
রায়পুরে সড়ক খননে পাইপলাইন ভাঙা, পানিবিহীন হাজারো পরিবার

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় উন্নয়ন কাজ যেন আশীর্বাদের বদলে অভিশাপে পরিণত হয়েছে। পৌরসভার ১নং ও ৪নং ওয়ার্ডে চলমান সড়ক খননকাজের সময় প্রধান পানির পাইপলাইন ভেঙে যাওয়ায় প্রায় ছয় হাজারেরও বেশি বাসিন্দা পড়েছেন চরম পানি সংকটে।

গত এক সপ্তাহ ধরে এসব এলাকায় পৌরসভার পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে গৃহস্থালি কাজ, রান্না, গোসলসহ দৈনন্দিন জীবনযাত্রায় নেমে এসেছে চরম বিপর্যয়। অনেকে বাধ্য হয়ে টিউবওয়েল, জার পানি কিংবা দূর এলাকা থেকে পানি সংগ্রহ করছেন। এতে সময় ও শ্রম নষ্টের পাশাপাশি পানিবাহিত রোগের আশঙ্কাও দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিলা কলেজ রোড এলাকায় সড়ক উন্নয়ন কাজ দীর্ঘদিন ধরে কচ্ছপ গতিতে চলছে । ফলে সড়কে কাদা, জলাবদ্ধতা ও দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর মধ্যেই পাইপলাইন ভেঙে যাওয়ায় পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, উন্নয়ন কাজের নামে দুর্ভোগই চলছে। আগে সড়কে কাদা ও জলাবদ্ধতায় হাঁটাচলা ছিল কষ্টকর, এখন আবার পানি সংকটে ভুগছি।

আরেকজন গৃহিণী শিরিন আক্তার বলেন,কয়েকদিন ধরে পানি পাচ্ছি না। সকাল থেকে কল খুলে বসে থাকি, একফোঁটাও আসে না। এখন পানি আনতে হয় অনেক দূর থেকে।

এ বিষয়ে জানতে চাইলে রায়পুর পৌরসভার পানি শাখার কর্মকর্তা কাউসার আলম মোল্লা বলেন, মহিলা কলেজ রোডে সড়ক উন্নয়নকাজ চলাকালে বারবার সতর্ক করা সত্ত্বেও ঠিকাদারি প্রতিষ্ঠান অসাবধানতাবশত প্রধান পাইপলাইন কেটে ফেলেছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শুরু হয়েছে, খুব শিগগিরই পানি সরবরাহ স্বাভাবিক করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন