শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরে কারেন্ট জাল ও ৪৫০ কেজি ইলিশ জব্দ

রায়পুর ( লক্ষীপুর ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ পিএম
রায়পুরে কারেন্ট জাল ও ৪৫০ কেজি ইলিশ জব্দ
expand
রায়পুরে কারেন্ট জাল ও ৪৫০ কেজি ইলিশ জব্দ

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫-এর অংশ হিসেবে লক্ষ্মীপুরের রায়পুরে আওতাধীন মেঘনা নদীতে ভোরের আলো ফোটার আগেই ব্যাপক অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে পরিচালিত এই অভিযানে প্রায় ৪৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৪৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

অভিযানটি নেতৃত্ব দেন মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, এবং রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান।

জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা, যা পরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় ১৫টি মাদ্রাসা, এতিমখানা ও প্রায় দেড় শতাধিক দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানে কোস্ট গার্ড বিসিজি স্টেশন রায়পুর সহায়তা প্রদান করে। মৎস্য কর্মকর্তারা জানান, মা ইলিশের প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে, যাতে ইলিশের বংশবৃদ্ধি ও দেশের খাদ্যনিরাপত্তা সুনিশ্চিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন