শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরে প্রথমবারের মতো দিনব্যাপী বিজ্ঞান মেলা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০১:৪৭ পিএম
রায়পুর উপজেলার হায়দরগঞ্জ মডেল স্কুলে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী বিজ্ঞান মেলা। ছবি: এনপিবি
expand
রায়পুর উপজেলার হায়দরগঞ্জ মডেল স্কুলে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী বিজ্ঞান মেলা। ছবি: এনপিবি

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তার বিকাশে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ মডেল স্কুলে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৫টি স্টলে তিন শতাধিক বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন ও প্রজেক্ট প্রদর্শন করে। মেলার প্রতিটি স্টলে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তি ভাবনায় দর্শনার্থীরা মুগ্ধ হন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, কুসংস্কার থেকে মুক্ত হয়ে বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তুলতে হবে। যে জাতি বিজ্ঞানে পিছিয়ে, তারা পৃথিবীর অগ্রযাত্রায় পিছিয়ে পড়ে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজামউদ্দিন ভূঁইয়া, এইচ আর গ্রুপের ডিএমডি হাসনাইন আব্দুল্লাহ নাছিফ, ডিরেক্টর (অ্যাডমিন) এবিএম মুহিউদ্দিন, রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, জনসংযোগ কর্মকর্তা মোস্তফা কামাল, এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হায়দরগঞ্জ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাবিবুর রহমান মিন্টু।

মেলায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল লক্ষণীয়। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন