শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরে যুবলীগ নেতা তানজিদ কামাল গ্রেফতার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৯:১৫ পিএম
expand
রায়পুরে যুবলীগ নেতা তানজিদ কামাল গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ নেতা তানজিদ কামাল (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে রাত সোয়া দুইটার দিকে রায়পুর বাজারের মেইন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ টিম।

গ্রেফতার তানজিদ কামাল আওয়ামী লীগ নেতা শাহজাহান কামালের ছেলে এবং রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের অপসারিত চেয়ারম্যান শাহিনুর বেগম রেখার সন্তান। তিনি স্থানীয় যুবলীগের একজন সক্রিয় ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তানজিদ কামালকে গ্রেফতার করা হয়েছে, এছাড়া ৫ আগস্ট সরকারবিরোধী আন্দোলনে অংশগ্রহণ ও উসকানির অভিযোগেও তার বিরুদ্ধে তদন্ত চলছে।

তিনি আরও জানান, গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে সদর থানার মাধ্যমে তানজিদ কামালকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন