

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি বাগান থেকে আরিফ হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পিছনে সাহাবুদ্দিন মৌলভীর বাড়ির পাশে একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আরিফ পৌরসভার গোলাম রহমান সর্দার বাড়ির মানিক মিয়ার মেজো ছেলে এবং স্থানীয় একটি ফার্নিচারের দোকানের কর্মচারী ছিলেন।
পরিবারের অভিযোগ, আরিফকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে লাশ বাগানে ফেলে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের বোন নাসরিন আক্তার বলেন, আমার ভাই খুবই পরিশ্রমী মানুষ ছিল। তার প্রতিবন্ধী স্ত্রী ও দুইটি মেয়ে রয়েছে। রাতে বাড়ি থেকে আরিফকে ডেকে নিয়ে গেছে, পরে সকালে মৃত অবস্থায় আমার ভাইয়ের লাশ সুপারি বাগান থেকে উদ্ধার করা হয়।
আমাদের সাথে জমি নিয়ে পার্শ্ববর্তী লিলি কমিশনার গংদের সাথে ঝামেলা রয়েছে। তারাই আমার ভাইকে হত্যা করেছে, আমার ভাই হত্যার বিচার চাই।
অভিযোগের বিষয় জানতে লিলি কমিশনারের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আরিফের কিভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
