শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক নেতৃত্ব ও সংগঠনের মধ্যে গুনগত পরিবর্তন প্রয়োজন: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি:
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৫২ এএম
expand
রাজনৈতিক নেতৃত্ব ও সংগঠনের মধ্যে গুনগত পরিবর্তন প্রয়োজন: এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক সংগঠনের মধ্যে গুনগত পরিবর্তন খুব বেশি প্রয়োজন।

বতর্মান নতুন প্রজন্ম ও কোমলমতি শিক্ষার্থীরা সেটাই রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা করেন, আর এই প্রত্যাশাটাই বেশি প্রয়োজন।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে ভ্যানগার্ড আয়োজিত হামদ-নাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আরো বলেন, সমাজের অশান্তি ও হানাহানি দূর করতে হলে সবার আগে সমাজের বিশিষ্ট ব্যক্তি, বিশেষ ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

আর এসব ব্যক্তিরা এগিয়ে না আসলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবেনা। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসলেই দেশের মানুষ যেটা আশা করেন, সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সমাজ থেকে সন্ত্রাস, মাদকসহ নানা অপকর্ম পরিহার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নতুন জেনারেশনকে এগিয়ে আসতে হবে, তাদের সুযোগ করে দিতে হবে। তাহলে সমাজটা পরিবর্তন করা সহজ হবে। আর যদি সেটা করতে না পারি, তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, রাজনীতিবিদরা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমরা সেটাই চাইনা। সবাই মিলে সুন্দর একটি দেশ চাই। নতুন প্রজম্মের বিকল্প নাই, যেটা ৫ আগষ্টে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই প্রজন্ম। তাই সামনে সকল কিছু মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে স্বেছাসেবী সংগঠন ভ্যানগার্ডের সদস্য নেছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

এছাড়া আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ স্বেচ্ছাসেবী সংগঠন ভ্যানগার্ডের নেতৃবৃন্দ। পরে হামদ-নাত ও গজল প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন