

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসের একটি কক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাতে আগুন দিয়েছে একজন দুষ্কৃতিকারী। আগুনে ভবনের নীচ তলার একটি ষ্টোরে থাকা কিছু কাগজপত্র পুড়ে যায় ও একটি ডেক্সটপ কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়।
এদিন দুপুরে নির্বাচন অফিস পরিদর্শনে যান বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
পরিদর্শন শেষে এনপিবি নিউজকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এ ঘটনাটা একটা গভীর ষড়যন্ত্র। ষড়যন্ত্রকারীরা পেট্রোলের আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এ জন্য ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেন এ্যানি।
এ্যানি বলেন, ফ্যাসিস্ট এবং দোসর এসব অপকর্মের সাথে জড়িত। যারা নিষিদ্ধ তারাই এ অপকর্মের সাথে জড়িত। দেশে এবং দেশের বাহিরে বসে এসব ষড়যন্ত্রের সাথে লিপ্ত তারা।
বলেন, যারা ফ্যাসিস্ট, দীর্ঘদিন অত্যাচার, নির্যাতন, লুটপাট, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, গুম খুন পর্যন্ত করে তারা ক্ষ্যান্ত হয়নি। দেশে একটা নির্বাচনী আবহ তৈরি হয়েছে। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনটাকে বন্ধ করে দেওয়ার জন্য এ সকল ষড়যন্ত্র আবার নতুন করে তারা শুরু করেছে। গতকাল (শুক্রবার) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদীকে গুলি করেছে এবং লক্ষ্মীপুরের নির্বাচন অফিসে এ ষড়যন্ত্রকারীরা পেট্রোল দিয়ে আগুনে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ক্ষতি করতে পারেনি। আমাদের এলাকার মানুষ, আমাদের নেতাকর্মী সজাগ এবং সতর্ক দৃষ্টিতে থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো নির্বাচন অফিসে স্বাভাবিক কারণে নিরাপত্তা প্রয়োজন।
এদিকে নির্বাচন অফিসে আগুনের ঘটনায় সদর উপজেলা কর্মকর্তা মো. ফারুক হোছাইন বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর থানায় মামলা করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
