রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ পিএম
বিএসএফ
expand
বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত শান্ত (২৪) নামের এক বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার জামালপুর সীমান্তের পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা নিহত শান্তের মরদেহ হস্তান্তর করেন বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

নিহত শান্ত দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে।

এরআগে, ৫ ডিসেম্বর রাত ২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপি এলাকার সীমান্ত পিলার ১৫৪/৩-এস এর কাছে বিএসএফের গুলিতে নিহত শান্ত ৫ ও ৮ ডিসেম্বর বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকালে তার মরদেহ হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন,"শনিবার বিকালে বিএসএফের পক্ষ থেকে শান্তের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।"

স্থানীয়দের বরাতে জানা গেছে, শান্ত ওই এলাকার শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিলেন। ঘটনার রাতে আরও তিন থেকে পাঁচজন সহযোগীকে নিয়ে ভারতীয় সীমানা থেকে মাদক ও অস্ত্র আনতে গিয়েছিলেন বলে দাবি করেন তারা।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ৫-১০ জন সহযোগী নিয়ে মাদক ও অস্ত্র আনার উদ্দেশ্যে জামালপুর সীমান্ত দিয়ে চোরাপথে ভারতের ভেতরে প্রবেশ করে। ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ টহল সদস্যদের উপস্থিতি টের পায়। এসময় তারা বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে শান্ত গুলিবিদ্ধ হয়। অন্য সহযোগীরা পালিয়ে যায়। এসময় বিএসএফ সদস্যরা গুরুতর আহত অবস্থায় শান্তকে ভারত সীমান্ত থেকে ধরে নিয়ে মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ী থানায় হস্তান্তর করে। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X