

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “অ্যাডভোকেসি মিটিং অন ফিস্টুলা পেশেন্ট আইডেন্টিফিকেশন” শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ল্যাম্ব-ইউএনএফপিএ-এফআরআরইআই প্রজেক্টের সহায়তায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এস.এম. সায়েমের সভাপতিত্বে ফিস্টুলা রোগের লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বক্তব্য রাখেন এসআরএইচআর সুমাশ্রী, ডিপিএইচএন হেলেনা এবং ডিএফ মঞ্জুয়ারা (সিএসও, কুড়িগ্রাম)।
পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ এবং প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, ল্যাম্ব কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলায় ফিস্টুলা রোগী সনাক্ত করে বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচার সেবা দিয়ে আসছে।
আগামী ডিসেম্বরের মধ্যেই এ দুটি উপজেলা “ফিস্টুলা মুক্ত উপজেলা” হিসেবে ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করা হয়।
সভায় বক্তারা ফিস্টুলা রোগী শনাক্ত ও সচেতনতা বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন