

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার একটি সড়কের অল্প দূরত্বের মধ্যে অবস্থিত দুটি সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। আরসিসি গার্ডার ও পলেস্তারা খসে গেছে, এমনকি একটি সেতুর অংশ বসেও গেছে। তবুও হাজারো মানুষ প্রতিদিন বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই পার হচ্ছেন সেতু দুটির উপর দিয়ে।
স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত সংস্কার না করা হলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণহানি ও বড় ধরনের দুর্ঘটনা। সেতু দুটি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারমুখী সড়কে অবস্থিত।
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ১৫ ও ৩০ মিটার দৈর্ঘ্যের এই দুই সেতু কয়েক বছর আগে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হলেও বাজেটের অভাবে এখনো মেরামত হয়নি।
ধলডাঙ্গার বাসিন্দা রফিক বলেন, “হালকা যান গেলেই সেতু কেঁপে ওঠে। ভয় হয়, হঠাৎ ভেঙে না পড়ে। দ্রুত সংস্কার করা না হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে, আর যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।”
পল্লী চিকিৎসক আমিনুল ইসলাম জানান, “প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী, এমনকি গর্ভবতী নারীরাও এই সেতু দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করছেন। ব্যবসায়ীদের পণ্যের পরিবহন খরচও বেড়ে গেছে। দ্রুত সংস্কার না হলে অর্থনৈতিক ক্ষতি আরও বাড়বে।”
ইউনিয়ন পরিষদের সদস্য শামসুল হক বলেন, “৩০-৩৫ বছর আগে নির্মিত সেতু দুটির পলেস্তারা অনেক আগেই খসে পড়েছে। মানুষ আতঙ্ক নিয়ে চলাচল করছে, ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে নদী ভাঙন রোধে চলমান কাজও বাধাগ্রস্ত হচ্ছে। আমরা দ্রুত সংস্কারের জোর দাবি জানাচ্ছি।”
ভুরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, “সেতু দুটির সংস্কারের প্রস্তাব উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই নির্মাণকাজ শুরু হবে।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    