শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারত থেকে ভেসে আসছে গাছের ঢেউ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পিএম
স্থানীয়রা নদী থেকে এসব গাছ তুলছেন
expand
স্থানীয়রা নদী থেকে এসব গাছ তুলছেন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদীতে ভারী পরিমাণে শেকড়সহ উপড়ে পড়া গাছ ভেসে এসেছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভারত থেকে এসব গাছের প্রবাহ লক্ষ্য করা যায়।

স্থানীয়দের ধারণা, ভারতে ভারী বর্ষণ ও পাহাড় ধসের কারণে বন থেকে গাছগুলো নদীর স্রোতে ভেসে বাংলাদেশে প্রবেশ করেছে।

ধলডাঙ্গা, শালঝোড়, ইসলামপুর ও পাটেশ্বরী এলাকা থেকে স্থানীয়রা নদী থেকে এসব গাছ তুলছেন।

চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকার বাসিন্দারা জানান, রোববার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত নদীতে গাছের প্রবাহ চলছিল।

শত শত মানুষ নদীতে নেমে গাছ সংগ্রহ করতে দেখা গেছে। যে গাছগুলো তোলা হয়েছে, তা খড়ি বা অন্যান্য কাজে ব্যবহারযোগ্য।

শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, “দুধকুমার নদীতে এখন শুধু গাছ দেখা যাচ্ছে। মানুষ নৌকা ও সাঁতরিয়ে গাছ ধরে আনছে। এতো বড় পরিমাণ গাছ কোথা থেকে এসেছে বোঝা মুশকিল, তবে স্থানীয়রা জানাচ্ছেন এটি ভারত থেকে এসেছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন