

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের তাড়াইল বাজার বণিক সমিতির উদ্যোগে চুরি, জুয়া ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর (শুক্রবার) রাত সাড়ে ৮টায় তাড়াইল বাজারের কাপড় পট্টিতে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তাড়াইল বাজার বণিক সমিতির আহ্বায়ক রোকন উদ্দিন মহাজন।
বক্তব্য রাখেন,বিশিষ্ট ব্যবসায়ী ও বণিক সমিতির যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন ভূঁইয়া,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি,স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, যুব বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক,বিশিষ্ট ব্যবসায়ী জায়দুল হক,গৌরাঙ্গ পাল,হাজী ছাইদুর রহমান এবং খতিব হাফেজ মাওলানা এমদাদুল হক (বড় মসজিদ, তাড়াইল বাজার)।
সভায় মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হাজী হাবিবুর রহমানের উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায়ী রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, সমাজ থেকে চুরি, জুয়া ও মাদক নির্মূলে সকলকে একযোগে কাজ করতে হবে। তাড়াইল বাজারকে নিরাপদ, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ রাখতে ব্যবসায়ী সমাজ, রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের সমন্বিত ভূমিকা অপরিহার্য।
সভায় স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
