রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে নিজ অটোরিকশার নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
পাকুন্দিয়া থানা
expand
পাকুন্দিয়া থানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নিজের অটোরিকশার নিচে চাপা পড়ে মো. ইসমাইল হোসেন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার আদিত্যপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার আসুতিয়া ইউনিয়নের গকুলনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজস্ব অটোরিকশার একটি চাকা খুলে মেরামতের সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X