সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৪০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

খুলনায় দুই শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর লবণচরা থানাধীন মুক্তা কমিশনার কালভাট দরবেশ গলি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই এলাকার আব্দুল হান্নানের স্ত্রী নানী মহিদুন্নেসা (৫৫), এবং তার দুই নাতি মুস্তাকিম (৮) ও ফাতিহা (৬)।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের ধারণা, দুপুরে হত্যাকাণ্ড ঘটলেও রাতে মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দুই শিশু ও তাদের নানীর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন