

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিগত সময়ে জুলুমতন্ত্র কায়েম ছিল, আপনাদের মাধ্যমে আগামী দিনে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম । তিনি আরো বলেন, আপনারা যারা ছাত্র তাদেরকে সময় নষ্ট না করে বেশি বেশি পড়তে হবে ।
তিনি আজ (২৯ অক্টোবর) বুধবার ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড মাঠে সরকারী কেসি কলেজ শাখা শিবিরের আয়োজনে এক নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিখি হিসেবে এসব কথা বলেন ।
তিনি আরো বলেন, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় জুলমতন্ত্র কায়েম ছিল । আমাদের অনেক ভাইদের হত্যা করা হয়েছে । অনেকের চোখ পর্যন্ত তুলে নেওয়া হয়েছে । যেমন, কালিগঞ্জের শহীদ সোহানের চোখ তুলে নিয়ে তাকে হত্যা করা হয় । গত জুলাই অভ্যুত্থানে শিশু-নারী এমনকি বৃদ্ধরাও নির্মম নির্যাতন, হত্যা থেকে রেহায় পায়নি । বেশি বেশি পড়াশুনা করবো । পুরো বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত করার নেতৃত্ব দেব । পুরো পৃথিবীতে বিশ্ব মানবতা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, জেলা শহর শাখার শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন । এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, জেলা জামাতের আমীর আলী আজম মোঃ আবু বকর, কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হলের নবনির্বাচিত ভিপি খন্দকার আবু নাইমসহ অন্যান্যরা । এসময় কেসি কলেজের তিনশতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন ।
মন্তব্য করুন