শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখম, পলাতক ছেলে

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
আহত আছির উদ্দিন ও রোকেয়া বেগম
expand
আহত আছির উদ্দিন ও রোকেয়া বেগম

যশোর সদর উপজেলার হৈবতপুরে নেশার টাকা না পেয়ে নিজের জন্মদাতা বাবা ও মাকে বটি দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে ছোট ছেলে সদ্দাম হোসেন (২৩)।

সোমবার (২৬ জানুয়ানি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হৈবতপুর ইউনিয়নের সাতমাইল-হৈবতপুর রোড সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় বাবা আছির উদ্দিন ও মা রোকেয়া বেগমকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত সদ্দাম হোসেন গভীর রাতে বাবা-মায়ের কাছে নেশার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে ক্ষিপ্ত হয়ে ঘর থেকে বটি নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে উভয়কে রক্তাক্ত জখম করে।

বিশেষ করে বাবা-মায়ের বাম হাতে বটির গভীর আঘাত লাগে। পাশাপাশি লাঠি দিয়ে মারধর করায় শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।

তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আছির উদ্দিন বর্তমানে পুরুষ সার্জারি ও রোকেয়া বেগম মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার বিচিত্র মল্লিক জানান, তাদের ক্ষত গভীর হলেও বর্তমানে আশঙ্কামুক্ত।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত সদ্দাম হোসেন পলাতক রয়েছে।

কোতয়ালী থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X