সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম
দুই শিশুসহ এক নারী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
expand
দুই শিশুসহ এক নারী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানাধীন পূবাইল বাজার এলাকায় রেল স্টেশনে লেভেলক্রসিংয়ে দুই শিশুসহ এক নারী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল প্রায় ১১টায় ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই নারী ও তার সঙ্গে থাকা দুই শিশুর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে ওই নারী রেলগেট কিপারের কাছে জানতে চান কোন লাইনে ট্রেন আসছে।

তিনি দুই শিশুকে সঙ্গে নিয়ে রেললাইনের ওপর বসে পড়লে গেটকিপারের ডাক-চিৎকার ও বাঁশির সংকেতেও তারা সরে যাননি। নিহত শিশুদের একজন মেয়ে একজন ছেলে। বয়স আনুমানিক ৪-৫ বছরের মধ্যেই হবে।

ঘটনার পর লেভেলক্রসিং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যে সেখানে জনসমাগম ঘটে। পরে উদ্ধার কার্যক্রমে অংশ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম হাফেজা খাতুন মালা। উদ্ধার করা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তিনি কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকার বাসিন্দা।

পূবাইল থানার এসআই আল আমিন জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X